চৌদ্দই (১৪) নভেম্বর সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব ডায়বেটিস দিবস। দিবসটির প্রতিপাদ্য বিষয়ঃ পরিবার ও ডায়াবেটিস’ । বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দশটি (১০) উদ্বেগ জনক স্বাস্থ্য সমস্যার মধ্যে ডায়বেটিস অন্যতম। আন্তর্জাতিক ডায়বেটিস ফেডারেশনের মতে, প্রতি দুইজন ডায়বেটিস আক্রান্ত মানুষের মাঝে একজন জানেই না সে ডায়বেটিস আক্রান্ত। কেবল মাত্র সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত এক্সারসাইজ ও মানসিক সুস্থতা চর্চার মাধ্যমে বহুলাংশেই ডায়বেটিস প্রতিরোধ সম্ভব। দিবসটির প্রাক্কালে গত ১০/১১/১৯ইং তারিখে বাংলাদেশ একাডেমী অব ডায়েটেটিক্স এন্ড নিউট্রিশন ও বাংলাদেশ ডায়বেটিক নিউট্রিশনিস্ট সোসাইটি প্রথমবারের মত যৌথভাবে ‘বিট দা ডায়বেটিসঃ কারেন্ট ট্রেন্ডস ইন প্র্যাক্টিস’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করেছে। ডায়বেটিক এসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর ডাঃ এ কে আজাদ উক্ত সেমিনারের সফলতা কামনা করে বানী প্রদান করেন। সেমিনারে বক্তব্য প্রদান করেন,
- প্রফেসর শাহীন আহমেদ সাবেক অধ্যক্ষ ,হোম ইকনমিক্স কলেজ,আজিমপুর ও প্রধান উপদেষ্টা বাংলাদেশ একাডেমি অব ডায়েটেটিক্স এন্ড নিউট্রিশন
- ডাঃ হালিম খান, ইউনিট প্রধান এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিজম, সোহরাওয়ার্দি মেডিক্যাল কলেজ হসপিটাল, ঢাকা
- আখতারুন্নাহার আলো, চীফ নিউট্রিশন অফিসার (সাবেক) বারডেম ও প্রেসিডেন্ট ডায়াবেটিস নিউট্রিশনিস্ট সোসাইটি।
- খালেদা আকতার, প্রিন্সিপ্যাল নিউট্রিশন অফিসার বারডেম,
- জোহরা আমিন, নিউট্রিশনিস্ট, পীচট্রি ক্রিশ্চিয়ান হেলথ সেন্টার, জর্জিয়া,আমেরিকা
- ডাঃ এম সাইফুদ্দিন,এসিস্ট্যান্ট প্রফেসর, এন্ডোক্রাইনলজি বিভাগ,ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল,
- সাজেদা কাশেম জ্যোতি , নিউট্রিশনিস্ট ও হেলথ এডুকেশন অফিসার, বি আই এইচ এস জেনারেল হাসপাতাল-টঙ্গি, রেনাল ডায়েটিশিয়ান (সাবেক) গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার, নির্বাহী পরিচালক ,বাংলাদেশ একাডেমী অব ডায়েটেটিক্স এন্ড নিউট্রিশন (বিএডিএন),
- জাকারিয়া ফারুক,চেয়ারম্যান্ বাংলাদেশ একাডেমী অব ডায়েটেটিক্স এন্ড নিউট্রিশন (বিএডিএন)
উক্ত সেমিনারে ডায়বেটিস সেন্টারে কর্মরত পুষ্টিবিদগন, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী, চিকিৎসক বৃন্দ সহ নানা পেশার মানুষজন উপস্থিত ছিলেন। সেমিনারে ডায়বেটিস,প্রতিরোধ, নিয়ন্ত্রন ও প্রতিকারে দেশের বর্তমান অগ্রগতি এবং উন্নত বিশ্বের চর্চা সম্পর্কে আলোচনা করা হয়। ডায়বেটিস প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে বিএডিএন এর ভবিষ্যত পরিকল্পনা সমূহও এই সেমিনারে তুলে ধরা হয়।