১৩/০৯/১৯ইং, শুক্রবার Bangladesh Academy of Dietetics & Nutrition – BADN এর প্রশিক্ষণার্থী পুষ্টিবিদগণকে নিয়ে মহেরা জমিদার বাড়ি, টাংগাইলে প্রথমবারের মত অনুষ্ঠিত হল #বিএডিএন এর “বার্ষিক শিক্ষাসফর ২০১৯”। সকলের উৎসাহ ও সম্মিলিত চেষ্টায় অত্যন্ত চমৎকারভাবে ও সফলতার সাথে এই আয়োজন সম্পন্ন হয়েছে।
বিএডিএন পুষ্টিবিদদের পেশাগত দক্ষতা উন্নয়ন এর লক্ষ্যে ২০১৫ সাল থেকে অত্যন্ত ফলপ্রসুভাবে পুষ্টিবিদদের জন্য বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক কোর্স ও কর্মশালা পরিচালনা করে আসছে। এ যাবৎ পর্যন্ত ক্লিনিক্যাল নিউট্রিশন এন্ড ডায়েটেটিক্স কোর্সে মোট ১৭ টি ব্যাচে, ৬টি দেশীয় ও ২টি আন্তর্জাতিক কর্মশালায় প্রায় পাঁচশতাধিক পুষ্টিবিদদের বিভিন্ন দীর্ঘ মেয়াদি ও স্বল্প মেয়াদি দক্ষতা উন্নয়ন মুলক প্রশিক্ষণ প্রদান করেছে। যা পুষ্টিবিদদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও প্রফেশনাল প্র্যাকটিস এ অত্যন্ত কার্যকরি ভুমিকা পালন করবে।
বিএডিএন-আয়োজিত বার্ষিক শিক্ষাসফর-২০১৯
Posted on by admin
0